নিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার মাগুরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
২৩ নভেম্বর বেলা ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের সেগুন বাগিচায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির জন্যে বিএনপি জামায়াতকে দায়ি করে তারা বক্তব্য রাখেন।