বিশেষ প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বিকালে প্রেসক্লাবের সামনে ছিন্নমূল ও অসহায় দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, উপদেষ্টা মিয়া শাহাদত হোসেন, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, জিল্লুর রহমান সাগর, খান আবু হাসান লিটন, বিকাশ বাছাড়, লেনিন জাফর, আঃ রশিদ সহ অন্যরা।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও সাংবাদিকগণ উপজেলার গোয়ালপাড়া, কালিনগর, বেলেঘাটা, চরচৌগাছী, দ্বারিয়াপুর, বরইচারা, তখলপুর, কাজলী প্রভৃতি গ্রামে ঘুরে ঘুরে ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র, শুষ্ক খাবার ও শিশুখাদ্য বিতরণ করেন।