নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুরে হাজারো দর্শকের উপস্থিতিতে ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনায় দর্শকের মুহুর্মুত করতালিতে অবশেষে চ্যাম্পিয়ন হয় কামারখালী উজ্জল স্মৃতি সংসদ ক্লাব।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকালে বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আট দলীয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় কামারখালী উজ্জল স্মৃতি সংসদ ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলে সমাধীনগর পার্থ সারথি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
খেলার প্রধান আকর্ষণ ছিল দেশের জাতীয় ও বিদেশী খেলোয়াররা। খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলায় প্রদর্শন করে।
বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলীর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, বিশেষ অতিথি ছিলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান (বাকি মিয়া), জেলা পরিষদ সদস্য আলী আহম্মেদ মৃধা মিঞ্জু, প্রধান শিক্ষক রতন আলী খান,যুবলীগ সভাপতি আবুল বাশার,সম্পাদক মাশরাফি জামান মাহফুজ। তারা দলগুলোর সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ধারাবিবরণীতে ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায়।
বাবুখালী বাজার বণিক সমিতির সভাপতি ইমরুল হাসান ও সাধারন সম্পাদক মহাবুব মৃধা টূর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন। খেলায় বিজয়ী দলকে ২৫ হাজার ও পরাজিত দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়েছে।