শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা:
দ্বিতীয় ধাপের ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের মঙ্গলবার শেষ দিনে এক মেয়র প্রার্থী ও ৬ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।
শৈলকুপা পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহম্মেদ জানান, দ্বিতীয় ধাপের শৈলকুপা পৌর নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামন ইকু ও ৬ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। ৪ মেয়র প্রার্থী ও ৩৬ সাধারন কাউন্সিলর প্রার্থী ও ১২ সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধে থেকে গেলো বলে তিনি জানান।
মফিজুল ইসলাম শৈলকুপা, ঝিনাইদহ/ মাগুরার বাণী