শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপায় পল্লীতে সমশের উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।বুধবার দিবাগত গভীর রাতে উলুবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে ।
বাড়ির মালিক সমসের উদ্দিন কান্না জড়িত কন্ঠে জানান, আমার বাড়িতে কোন বিদ্যুতের সংযোগ নেই , রান্না করার ঘর অনেক দুরে কেউ শত্রুতা করে আমার গো খাদ্য রাখার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। সারা জীবনে পরের ক্ষেতে কাজ করে যা আয় করেছিলাম তা দিয়ে বাড়িতে মাথা গোজার স্থান সহ কিছু সম্পদ করে ছিলাম। কেউ শত্রুতা করে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়ে ২টা টিনের ঘর ২টা গরু সহ প্রায় ৫লাখ টাকার মালামাল পুড়িয়ে দেয়। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও ধলহাচন্দ্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চাঁদ আলী মন্ডল জানান ,আগুনে পুড়ে তার য়ে ক্ষতি হয়েছে তা এই দিনমুজুর সমসের আলীর পক্ষে আর করা সম্ভব না। সংবাদ পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দমকল বাহীনি যেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে শৈলকুপা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান , আগুনে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে ।
মফিজুল ইসলাম শৈলকুপা, ঝিনাইদহ।