লেনিন জাফর, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সকালে সদর উপজেলার মঘি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফি সার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনে আরা বেগম এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমুন আরা মাহমুদা। এই মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, নারী নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন।