নিজস্ব প্রতিনিধিঃ
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৬ জানুয়ারী ২০২১ এ মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আবারো মুখোমুখি লড়বেন খুরশিদ হায়দার টুটুল ও ইকবাল আখতার খান কাফুর।
১৮ ডিসেম্বর শুক্রবার রাতে আওয়ামীলীগ ও বিএনপির শীর্ষ পর্যায় থেকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তারা
দুজন যথাক্রমে নৌকা ও ধানের শীষ নিয়ে লড়বেন। গত পৌর নির্বাচনেও তারা দুজনই লড়েছিলেন। সে নির্বাচনে খুরশিদ হায়দার টুটুল নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী–আগামী ১৬ জানুয়ারি ২০২১ মাগুরা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই করা হবে ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। তবে ইতিমধ্যে প্রার্থীদের পক্ষে পৌরসভার বিভিন্ন এলাকায় মিছিল করার খবর পাওয়া যাচ্ছে।