লেনিন জাফর, ভ্রাম্যমান প্রতিনিধি:
মাগুরা পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী খুরশীদ হায়দার টুটুৃল দ্বিতীয় বারের মতো ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ইকবাল আখতার খান কাফুর পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশের মশিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৩৪৫ ভোট। ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পৌরসভার ভোটার সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন । কেন্দ্রের সংখ্যা ছিল ৩৫ টি। নির্বাচিত কাউন্সিলরগণ হলেন- ১ নম্বর- আসিফ আল আসাদ মেলিন, ২ নম্বর- রেজাউল ইসলাম, ৩ নম্বর- লিয়াকত হোসেন, ৪- নম্বর মকবুল হাসান মাকুল, ৫ নম্বর- জাহিদুল ইসলাম, ৬ নম্বর- আব্দুল কাদের গণি মোহন, ৭ নম্বর- সাকিবুল হাসান তুহিন, ৮ নম্বর- আশুতোষ সাহা, ৯ নম্বর- আবু রেজা নান্টু। সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন ১,২,৩, সবেতারা বেগম, ৪,৫,৬ সুরাইয়া আক্তার ও ৭,৮,৯ মনিরা বেগম শাবানা।
মোট ভোট সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন ভোটারের মধ্যে ৪৮৯৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরা ৬৩ শতাংশ। যার মধ্যে ৯৩টি ভোট বাতিল হয়েছে।