নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে ১ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপি জেলা লোকমোর্চার সক্ষমতা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপি এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। জেলা লোকমোর্চার সভাপতি আবদুর রউফ মাখনের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রশিক্ষণ) জহির রায়হান।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অলোক বোসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা লোকমোর্চার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, মমতাজ বেগম, শ্রীপুর লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুসাফির নজরুল, রেসপন্স প্রকেক্টের জেলা কো-অর্ডিনেটর ওসমান গনি, উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আতিকুজ্জামান পান্নাসহ আরো অনেকে।
প্রশিক্ষণে ‘অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমুহের দায়বদ্ধতা প্রকল্পের আওতায় জেলা কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।