নিজস্ব প্রতিনিধিঃঃ
‘মুজিব বর্ষ’ উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের হুইল চেয়ার ও বয়বৃদ্ধদের জন্য কানের যন্ত্র বিতরণ করা হয়েছে।
২৪ জানুয়ারি রবিবার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১৯জন শিক্ষার্থীর হাতে হুইল চেয়ার ও ৪ জন বয়বৃদ্ধের হাতে ৪টা কানের যন্ত্র তুলে দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন,সহকারি কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম,সমবায় অফিসার বাবু পংকজ কুমার মন্ডলসহ শালিখা প্রেক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি ড. শ্রী বীরেন শিকদার বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবানেরাও প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটায় প্রত্যাশা সবার।