নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরার নবগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন শ্রীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
২১জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মাগুরার নবাগত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলামের সাথে তাঁর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের মাগুরা জেলা সাধারণ সম্পাদক এইচ,এন কামরুল ইসলাম, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান নওরোজ, সংস্থার সাধারণ সম্পাদক শ্রীপুর সদর ইউনিয়নের সদস্য বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম টোকন, শ্রীপুর উপজেলার প্রচার সম্পাদক মিরাজ আহমেদ।
মতবিনিময় কালে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান হিউম্যান রাইটসের মাগুরা জেলা সাধারণ সম্পাদক এইচ এন কামরুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান নওরোজ, শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম টোকন।