নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরায় ‘ধর্মীয় উন্মাদনা ও সহিংসতা মুক্ত বাংলাদেশ চাই’-এই শ্লোগান নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে দূর্বার নেটওয়ার্ক মাগুরা জেলা শাখা।
১১ নভেম্বর মাগুরা কলেজ পাড়া হাজী সাহেব রোড়ে জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ের সামনে এ মানববন্ধনে অংশ নেয় শতাধিক নারী। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দুর্বার নেটওয়ার্কের মাগুরা শাখার প্রতিনিধি লায়লা কানিজ বানু, নারীনেত্রী শিরিনা খাতুন, রোকেয়া খাতুন, রিজিয়া খাতুন, আনোয়ারা লাইলি ও জাতীয় মহিলা সংস্থা মাগুরা শাখার জেলা কর্মকর্তা এম এ মতিনসহ আরো অনেকে ।
বক্তারা বলেন, ধর্মকে ব্যবহার করে যেকোন ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রতি বিনির্মাণে ও মানবতা বোধ জাগ্রত করতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হতে হবে।