নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরা শ্রীপুরের মুজদিয়া গ্রামের কবি কাদের নেওয়াজ ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২০ শনিবার কবি কাজী কাদের নেওয়াজ স্মৃতি পাঠাগারের উদ্যোগে মুসলিম ঐতিহ্যের ও শিক্ষকের মর্যাদা খ্যাত কবি কাজী কাদের নেওয়াজের জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে কবি মোঃ মাহবুবুর রহমান হাসনুর সভাপতিত্বে দুপুরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন – কবি কাজী কাদের নেওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, সহ সম্পাদক মোছাঃ মিরান্নাহার বেগম, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট কন্ঠ শিল্পী মায়া ভৌমিক, কন্ঠশিল্পী রুলিয়া মিনি, সদস্য মোঃ শরাফত আলীসহ অন্যরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মোঃ রাকিবুল ইসলাম, সদস্য রজব আলী মুর্তজা, সদস্য আবু কালাম আজাদ, সদস্য ও সাংবাদিক আঃ রশিদ, সদস্য মায়া ভৌমিক, সদস্য রুলিয়া মিনির, সদস্য আশিকুজ্জামান, সদস্য জহুরুল ইসলাম, সদস্য আকামত বিশ্বাস, সদস্য নাসরিন জোয়ার্দার,সদস্য কন্ঠ শিল্পী রাম প্রসাদ বিশ্বাস,আবু বক্করসহ আরো অনেকে।
বাংলা সাহিত্যের এক উজ্জল নক্ষত্রের নাম কবি কাজী কাদের নেওয়াজ। মহান এই মনীষী জন্ম গ্রহন করেন ১৯০৯ খ্রিস্টাব্দের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদের তালিবপুরের মাতুলালয়ে ও ১৯৮৩ খ্রিষ্টাব্দের ০৩ জানুয়ারী যশোর সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তার অসংখ্য কবিতার মধ্যে “শিক্ষকের মর্যাদা” ও “মা” কবিতাটি জগত খ্যাতি লাভ করে। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন ভাবগাম্ভীর্যের অধিকারী ও ছন্দপাতনে পারদর্শী কালজয়ী এক পুরুষ।
অনুষ্ঠানের সভাপতি কবি মাহবুবুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা করোনার কারনে সচেতন ভাবে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মরহুম কবির জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন করবো। সেই সাথে কবির সকল ভক্তবৃন্দের ৩ জানুয়ারি ও ১৫ জানুয়ারি কবি ভবনে উপস্থিত কামনা করছি।
ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ তার বক্তব্যে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আগামী ৩রা জানুয়ারি কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিলে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন।