নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে আর্কষনীয় প্রীতি মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । প্রীতি ফুটবল ম্যাচে মাগুরা মহিলা ফুটবল দল ৬-০ গোলে শ্রীপুর মহিলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয় ।
মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে সন্ধ্যায় এ প্রীতি মহিলা ফুটবল ম্যাচে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনারের সহধমির্নী দিলরুবা খান । এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ড.মোছা: নাছরিন আখতার, মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) আফাজ উদ্দিন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই প্রীতি মহিলা ফুটবল খেলা দেখতে মাগুরা জেলার বিভিন্ন এলাকার ফুটবল প্রেমি দর্শকেরা আসাদুজ্জামান স্টেডিয়ামে ভীড় জমান।