নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে ‘আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি’ বিষয়ে অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কুমারশ চন্দ্র গাছি। স্বাগত বক্তব্য রাখেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেনসহ আরো অনেকে।
রোভা ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।