নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষের নতুন কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
০৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার বেলা ১১টায় সদ্য জাতীয় করনকৃত শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষের নতুন কার্যালয় ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ কে এ এম আজাদুজ্জামান, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী
বিশ্বাস, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান চেয়্যারম্যান মোঃ মশিয়ার রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক নেতা বীরমুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, সহ সভাপতি এম আর জিন্নাহ, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,সাংবাদিক বিকাশ বাছাড়,সাংবাদিক লেনিন জাফর, সাংবাদিক তাসিন জামান, আঃ রশিদ সহ শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। শুরুতেই অফিস রুমের সামনে লাল ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করেন শ্রীপুর সরকারি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন কবির।