নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার পাবলিক লাইব্রেরি’র দ্বিতলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে এ কাজের শুভ উদ্বোধন করেন সহকারি কমিশনার ( ভূমি)মোছাঃ হাসিনা মমতাজ। এসময় অন্যান্যদের উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম, শ্রীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান, প্রেসক্লাবের সহ- সভাপতি এম. আর. জিন্নাহ,বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর সরকারি এম. সি.পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামিমুল ইসলাম সাংবাদিক লেলিন জাফরসহ আরো অনেকে।উদ্বোধন শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।