লেনিন জাফর, ভ্রাম্যমান.প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীগণ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তৌফিকুল ইসলামের এর কাছে স্মারকলিপি পেশ করেন। এসময় মানববন্ধন ও স্মারকলিপি পেশ অনুষ্ঠানে নেতৃত্ব দেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর সভাপতি আবু হেনা মোঃ বদরুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আরব আলী, প্রদ্যুৎ কুমার বিশ্বাস,বাদশাহ আলম, হাফিজুর রহমান, রকিবুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন- তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন গ্রেড নূন্যতম ১১ তম করতে হবে, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা অথবা অফিস সুপার, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণিত চাকুরীবিধী- ২০১২ বাস্তবায়ন, শিক্ষাগত ডোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতি, সকল এম.পি.ও ভূক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ।