নিজস্ব প্রতিনিধিঃ
বাজারের নিরাপত্তা জোরদার করাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করার লক্ষ্যকে সামনে নিয়ে ০৫ সেপ্টেম্বর শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া এম এ ওহাব মার্কেটে অবস্থিত আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার অফিসে এম এ ওহাব মার্কেট মোড় বাজার কমিটির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে বাজার কমিটির আহ্বায়ক কমিটি গঠন করে ৩ মাস মেয়াদী আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে এ,বি, এম, হাসানুজ্জামান (মিটুল)কে উপদেষ্টা করে এবং
আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেনঃ- যুগ্ন আহ্বায়ক আজিজার সরদার,
যুগ্ন আহ্বায়ক মারুফ বিশ্বাস জিহাদ,
যুগ্ন আহ্বায়ক নুর ইসলাম ( সাহেব),
যুগ্ন আহ্বায়ক মোঃ মনোয়ার মোল্ল্যা,ও
মোঃ তুহিন কাজী যুগ্ন আহ্বায়ক হিসাবে কমিটিতে মনোনীত হন।
আহবায়ক কমিটি আগামি ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি উপহার দিবেন বলে জানিয়েছেন কমিটির আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল। তিনি আরো জানান শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ আমাদের বাজার কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন বলে আস্বস্ত করেছেন।