নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুরে পিতার উপর অভিমান করে জাকারিয়া ফকির(১৫) নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
৭ফেব্রুয়ারী রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
জাকারিয়া ফকির মহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকার গিয়াস ফকিরের ছেলে এবং বালিদিয়া স্কুলের দশম শ্রেনির ছাত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, ৭ফেব্রুয়ারি সকালে কাজে যাবার বিষয়ে বাবার সাথে তার কথাকাটাকাটি হয় পরে বাবার উপর অভিমান করে সকলের চোখ ফাঁকি দিয়ে ঘরে আড়ার সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়ার জন্য স্থানীয় মহম্মদপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহম্মদপুর থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে মোবাইলে জানিয়েছেন এখনো কোনো মামলা হয়নি তবে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
জাকারিয়ার মৃত্যুতে বড়রিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।