নিজস্ব প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল- লাঙ্গলবাধ ওয়াবদা সড়কের মাটিকাটা – গোয়ালবাড়ি নামক স্থানে ১৯ ডিসেম্বর শনিবার বিকেলে ইট বোঝায় মেসার্স এইচ এস বি এন্টারপ্রাইজ মাগুরা নামে একটি ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন (১৯)নামে মোটর সাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে মাগুরার রামনগর এলাকা থেকে ইট বোঝাই করে জলাঙ্গলবাধের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা মোটর সাইকেল কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলে ট্রাকটি রেখে ড্রাইভার পালিয়ে গেছে বলে জানা যায়। নাজমুল শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ এর পুত্র ।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের এসআই প্রসেনজিৎ বলেন , আমরা ট্রাকটিকে আটক করেছি । হাল রিপোর্ট সংগ্রহ চলছে। লাশের স্বজনরা এখনো আসেনি । থানার ওসি স্যারের নির্দেশ অনুযায়ী কাজ করবো । এদিকে রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর কথা নিশ্চিত করে মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানান- নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের নিকট কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি,আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।