নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
দিবসের প্রথম প্রহরে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
পরে বিকেল পাঁচটায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলীর সঞ্চালনায় সভাপতি এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক খুলনা বিভাগীয় ব্যুরো চীফ জনাব মোঃ আব্দুল্লাহ ওয়াজেদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রতিদিনের সম্মানিত মাগুরা জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা আলী আশরাফ, মাগুরা রিপোর্টাস ইউনিটির আইন উপদেষ্টা মাগুরার উপদেষ্টা অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমান উদ্দিন, ফারুক আহম্মেদ, গিয়াসউদ্দিন চঞ্চল ,খন্দকার নজরুল ইসলাম মিলন, সজীব বিশ্বাস, শাহীন খন্দকার রিকো সিকদার মিরাজ আহমেদ, সিরাজুল ইসলাম টকন, মিজানুর রহমান ।
উপস্থিত বক্তাগণ বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।