নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে নতুন কমিটি গঠন করেছে বিএনপি। জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহবায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে সদস্য সচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপি গঠিত ‘বাংলাদেশের সূবর্ণ জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটি’তে সদস্য হয়েছেন মাগুরার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইচ চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী।
এছাড়া বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।