নিজস্ব প্রতিনিধিঃ
বন বিভাগের খুলনা জোনের ১০দিন ব্যাপি বন্যপ্রাণী অপরাধ দমন ও ফরেনসিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা ১৩ ফেব্রুয়ারী শনিবার সকালে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান পরিচালক এ এস এম জহির উদ্দিন আখনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড, মোঃ আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশর বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের কো-অডিনেটর ড,তপন কুমারদে, বিভাগীয় বন কর্মকর্তা মোঃসাজ্জাদুজ্জামান,বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণের খুলনা বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল,যুব উন্নয়ন যশোরের উপ-পরিচালক মুসা কালিমুল্লাহ।বন্যপ্রাণী অপরাধ দমনের প্রধান বন সংরক্ষক রবীন্দ্র কুমার বিশ্বাসের উপস্থাপনায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে এবং বাংলাদেশের বন্যপ্রণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে খুলনা জোনের ৯ জেলার বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং ১৫টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সহ ৩০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন। আগামী ২২ফেব্রুয়ারী প্রশিক্ষন শেষ হবে বলে জানা গেছে।