নিজস্ব প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন আওয়ামীলীগ নেতা মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গোলাম মওলা মোল্যা। তিনি ১৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ৭ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ১৩ফেব্রুয়ারী বাদ আসর মোল্যাপাড়া পুলিশ ফাড়ি সংলগ্ন মাঠে রাষ্ট্রিয় মর্যাদা ও নামাজে জানাযা শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হয়েছে ।