নিজস্ব প্রতিনিধি –
ইচ্ছাই শক্তি-করোনায় মুক্তি, মাস্ক ব্যবহার করুন-নিরাপদে থাকুন, এই শ্লোগানে মাগুরা শহরে ব্যাতিক্রমী বর্নাঢ্য রিকশা র্যালী এবং মূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে এনটিভি’র জনপ্রিয় সংবাদ পাঠিকা ও আমেরিকার প্রটেক্ট আস কিডস এর কান্ট্রি রিপ্রেজন্টেটিভ শারমিন নাহার লিনা ব্যাক্তি উদ্যোগে এ আয়োজন করেন।
করোনা সচেতনতায় বাদ্যযন্ত্রের সাথে ২০ টি রিক্সা নিয়ে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব রেখে শহরের প্রধান প্রধান সড়কে র্যালী বের হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে বিনা মুল্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক এবং করোনা শ্লোগান সম্বলিত টি শার্ট বিতরণ করেন শারমিন নাহার লিনা।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সাংবাদিক আবু বাসার আখন্দ ও শফিকুল ইসলাম শফিক সহ জেলার কর্মরত ২৫ জন সাংবাদিক এবং ২০ জন ছাত্র প্রতিনিধি উপস্থিত থেকে তাকে সহযোগীতা করেন।পরে শিশু-কিশোরদের সাইবার ক্রাইম থেকে রক্ষা করতে করণীয় বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন তিনি।
শারমিন নাহার লিনা এ সময় বলেন, আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। করোনা আক্রান্ত হওয়ার পর নিজের মধ্যে অসহায়ত্ব বোধ করতাম। কিন্তু নিজের মনোবল অটুট রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলায় তিনি করোনা থেকে মুক্ত হতে পেরেছেন। বর্তমানে তিনি সুস্থ জীবন যাপন করছেন। একইভাবে দেশের সবাই যাতে সুস্থ থাকতে পারে সে লক্ষ্যেই নিজ উদ্যোগে এই প্রচারণা চালাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।