নিজস্ব সংবাদদাতা-মতিন রহমান:
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘুল্লিয়ার ঘোড়দৌড়ের মেলা (আড়ং) অনুষ্ঠিত হচ্ছে। ২ দিনব্যাপী আয়োজনের এই মেলার আজ বৃহস্পতিবার ছিলো ১ম দিন। শুক্রবার এই মেলার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ভুবন।
৭৩ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই মেলার মূল আকর্ষণ ছিলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে রাতে পুরস্কার বিতরণ করা হয়। এসময় মেলা উপলক্ষে মেলা কমিটির সভাপতি মোঃ হোকন মোল্পার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আব্দুল্লাহ হেল কাফি, বিশেষ অতিথি, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল ইসলাম সংগ্রামসহ স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ফোন- ০১৯০২- ৮৯৬ ০০০
এসময় বক্তৃতারা সকল ভেদাভেদ ভুলে পুরোনো এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের মেলা ধরে রাখার আহবান জানান। মেলা অনুষ্ঠানে সাবিকভাবে ভলেন্টিয়ার হিসেবে তদারকি করছে আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার এই ঘোড়দৌড় ও মেলা দেখতে হাজারো দর্শনার্থীরা ভিড় জমায় মেলা প্রাঙ্গনে। উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।