নাঈমুর রহমান, নির্বাহী সম্পাদকঃ
আপনারা অনলাইন মিডিয়ার কল্যাণে অনেকেই জানেন যে কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ। কিডনী, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা এবং উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত এর আর্থিক এবং সার্বিক সহযোগিতায় কণ্ঠশিল্পী আকবর ভারতে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে আর্থিক অনটনে চিকিৎসা সম্পূর্ণ না করেই দেশে ফিরে আসেন।
এখন খুব জরুরী ভাবে বাকি চিকিৎসা সম্পূর্ণ করতে আবার ভারত যাওয়া দরকার। কিন্তু তিনি টাকার অভাবে যেতে পারছেন না। তার বাকি চিকিৎসা সম্পূর্ণ করতে মাত্র ১ লক্ষ টাকার দরকার।
আমরা চাইলেই মাত্র ২ দিনে এই ১ লক্ষ টাকা সংগ্রহ করে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগে কণ্ঠশিল্পী আকবর কে উপহার হিসেবে দিতে পারি। এজন্য আমাদের এক টাকাও ব্যয় করতে হবে না। দরকার শুধু একটু সহযোগিতার মানসিকতা।
আপনার বিকাশ এপস থেকে নিজের বা অন্য যেকোন নাম্বারে ১১ টাকা রিচার্জ করলে সাথে সাথে ১৬ টাকা ক্যাশব্যাক পাবেন বিজয় দিবস উপলক্ষে। আর এই
১৬ টাকা সেন্ড মানি করবেন ০১৯৩৮-৬১৬৫৯১ ব্যক্তিগত বিকাশ একাউন্ট এ। এতে আপনার খরচ হবে সেন্ডমানি করতে মাত্র ৫ টাকা। কিন্তু এই ১৬ টাকায় হবে কণ্ঠশিল্পী আকবরের চিকিৎসা।
কি? পারবেন না? আশা করি অবশ্যই পারবেন। আসুন এবারের বিজয় দিবসে এই ছোট্ট ভাল কাজটা করি। আর কিছু না পারলে অন্তত শেয়ার করে ছড়িয়ে দিন।
এছাড়াও কোন হৃদয়বাণ ব্যক্তি যদি কণ্ঠশিল্পী আকবরকে যেকোন পরিমাণ আর্থিক সহযোগিতা করতে চান তাহলে ০১৯৩৮-৬১৬৫৯১ নাম্বারে নিজের নাম ঠিকানা এবং টাকার পরিমাণ উল্লেখ করে মেসেজ করুন। ১০-১৫ ডিসেম্বর এর মধ্যে দান সংগ্রহ করে কণ্ঠশিল্পী আকবরের ব্যাংক একাউন্ট এ ডিপোজিট করে মাগুরার বাণী তে প্রতিবেদন প্রকাশ করবো।
আসুন আমাদের শক্তি কাজে লাগিয়ে এবারের বিজয় দিবসে ১ টা ভাল কাজ করি। মাত্র ১৬ টাকায় বাচায় আকবরের জীবন।
বিঃ দ্রঃ এ ব্যাপারে কণ্ঠশিল্পী আকবরের সাথে কোন যোগাযোগ হয়নি। ফান্ডের নিশ্চয়তা হলে যোগাযোগ করা হবে।