নিজস্ব প্রতিনিধিঃঃ
আজ মাগুরাতে নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে । ৩ জনের মধ্যে ২ জনের বাড়ি মাগুরার পৌর এলাকায় অপর জনের বাড়ি শালিখায়।
গত কাল করোনা সন্দেহে ১৬ জন রোগীর নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। আজ সকালে ১০ জনের পরীক্ষার ফলাফল এসেছে যার মধ্যে ৩ জন করোনা সংক্রমিত।
এক নজরে করোনা তথ্য
গতকাল পাঠানো নমুনা- ১৬, মোট পাঠানো নমুনা-৫৪০৩
আজ প্রাপ্ত রিপোর্ট-১০, মোট প্রাপ্ত রিপোর্ট-৫১৩১
আজ করোনা সংক্রমিত -০৩, পৌরসভা -২, শালিখা- ১মোট করোনা আক্রান্ত -৯৯৩, মোট সুস্থ -৯৫৩
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১৬, হাসপাতালে ভর্তি-০১, রেফার করা হয়েছে- ০৪ জন। করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ জন।